অনলাইন ডেস্ক : তথ্য সরবরাহ না করে তথ্য প্রদানে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি করায় রাজশাহীর চারঘাট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন। বুধবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইনের আওতায় যাচিত তথ্য সরবরাহ না করে তথ্য প্রদানে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি করায় রাজশাহীর চারঘাট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ, যা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া, তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগের শুনানির মাধ্যমে সাতটি অভিযোগেরও নিষ্পত্তি করা হয়।
বুধবার তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।