• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আড্ডায় মেতে উঠলেন ‘বর্ষীয়ান তারকারা’

প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৮:৫০

আড্ডায় মেতে উঠলেন ‘বর্ষীয়ান তারকারা’

অনলাইন ডেস্ক : একসময় পর্দা মাতাতেন অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তিরা। যাদের মধ্যে অনেকেই এখনও কাজ করছেন নাটক-সিনেমায়। আবার অনেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে এখন নিয়মিত তাদেরকে পর্দায় দেখা না গেলেও সবার সঙ্গেই বন্ধুত্বটা রয়ে গেছে। তারই ধারাবাহিকতায় এবার আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা।

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

গতকাল সন্ধ্যায় জনপ্রিয় অভিনেতা মাসুদ আলী খানের বাড়িতে বসে ঘরোয়া পরিসরে এক প্রাণবন্ত আড্ডা দেন তারা। শুধু তাই নয়, আড্ডার মাঝে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে বর্ষীয়ান তারকাদের।

যেখানে উপস্থিত সব তারকারই বয়স ছিল ৭০-এর ওপর। এতো গুণী ও বর্ষীয়ান সব তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত তাদের ভক্তরাও।

আরও পড়ুনঃ  ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

জানা গেছে, একটি ঘরোয়া আড্ডার তারিখ চূড়ান্ত করেন সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর। এদিন শত ব্যস্ততার মাঝেও প্রবীণ শিল্পীরা ভীষণ আগ্রহ নিয়ে অংশ নেন সেই আড্ডায়।

ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে আসাদুজ্জামান নূরসহ আরও উপস্থিত ছিলেন দিলারা জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  মা হচ্ছেন কিয়ারা আদভানি

তবে শারীরিক অসুস্থতার জন্য আড্ডায় অংশ নিতে পারেননি অভিনেত্রী মীরানা জামান ও ডলি জহুর। তাই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবারও এমন আয়োজন বড় পরিসরে করার ইচ্ছা রয়েছে তাদের।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675