স্টাফ রিপোর্টার : পাঠ্যপুস্তক থেকে ‘নৈতিকতাবিরোধী বিষয়’ প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ‘রাজশাহী মহানগরীর সর্বস্তরের ইমাম ওলামা মাসায়েখের’ ব্যানারে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর সেখান থেকে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এটি মনিচত্বর এলাকা ঘুরে আসে।
এরপর সাহেববাজার জিরোপয়েন্টে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষা কারিকুলামে বেশকিছু বিতর্কিত ও অনৈতিক বিষয় সংযোজন করা হয়েছে। বর্তমান শিক্ষা কারিকুলামের নামে বই-পুস্তকে অবৈধ শিক্ষানীতি বাংলাদেশে চলবে না। ৯৫ ভাগ মুসলমানের দেশে এই শিক্ষা নিতি নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ইমাম সমিতির সভাপতি অধ্যাপক মাওলানা মাহমুদ মোস্তফা আল মারুফ, সর্বস্তরের ইমাম ওলামা মাসায়েখ, রাজশাহী মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সোহেল, কোষাধাক্ষ কুদ্দুসুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুল করিম প্রমুখ।