• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘার শীর্ষ মাদক কারবারী শামীম হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪১

বাঘার শীর্ষ মাদক কারবারী শামীম হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারী শামীম আহম্মেদকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় বাঘার আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক কওে র‌্যাব।
মাদক কারবারী শামীম আড়পাড়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৮গ্রাম হেরোইন ও ১৫৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ  সাফিক্স প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

শনিবার দুপুওে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব নাটোর ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আড়পাড়া গ্রামে অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় শামীমকে। পওে তার কাছে তল্লাশী চালিয়ে ৪৮গ্রাম হেরোইন ও ১৫৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে গণসচেতনতার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানায়, তিনি হেরোইন ও ফেন্সিডিল বিক্রিয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক বিক্রি করে আসছিল। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675