স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারী শামীম আহম্মেদকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় বাঘার আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক কওে র্যাব।
মাদক কারবারী শামীম আড়পাড়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৮গ্রাম হেরোইন ও ১৫৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
শনিবার দুপুওে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদেও ভিত্তিতে র্যাব নাটোর ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আড়পাড়া গ্রামে অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় শামীমকে। পওে তার কাছে তল্লাশী চালিয়ে ৪৮গ্রাম হেরোইন ও ১৫৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানায়, তিনি হেরোইন ও ফেন্সিডিল বিক্রিয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক বিক্রি করে আসছিল। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।