• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সৌদি আরবে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:০০

সৌদি আরবে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক: সুদানের এক প্রবাসীকে হত্যার দায়ে সৌদি আরবে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী রিয়াদে ওই চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, ওই চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাব্যস্ত করা হয়। তবে সুদানি ঐ নাগরিককে কি কারণে হত্যা করা হয়েছিল তা জানা যায়নি। এছাড়াও এই চার নাগরিকের বিরুদ্ধে সৌদিতে লোকজনের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে অর্থ লুটপাটেরও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিক্ষাসফরের বাস, নিহত অন্তত ১৮

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় তদন্তের পর সংশ্লিষ্ট আদালতে প্রবাসীকে হত্যার মামলাটি স্থানান্তর করা হয়েছিল। পরে আদালত মূল অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে। পরে অভিযুক্তদের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। তবে সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল রাখেন।

আরও পড়ুনঃ  আরেকটি ভাষা-যুদ্ধের জন্য প্রস্তুত তামিলনাড়ু, বলছেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এর আগে ডিসেম্বরে ভারতীয় এক নাগরিককে হত্যার দায়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675