• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

 বাঘায় খানপুর জেপি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল 

প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১১

 বাঘায় খানপুর জেপি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল 

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নে খানপুর ঝড়ু প্রামানিক (জে.পি) উচ্চ বিদ্যালয়ের- ২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, আব্দুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আনিসুর রহমান, গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,জাসদের জেলা সদস্য ও সাবেক এমপি পদপ্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম, খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব জালাল বিএসসি,সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।
সহকারী শিক্ষক সাজদার রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাঘা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলার দিক-নির্দেশনা দেয়া হয়। সে সঙ্গে বাল্য বিবাহ প্রতীরোধ করতে সকলকে এগিয়ে আসার মরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,সুধিবৃন্দ স্থানীয়,স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিদায়ী শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675