• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চট্টগ্রামে পরিষদের ভেতরেই চেয়ারম্যানের ওপর হামলা

প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৭

চট্টগ্রামে পরিষদের ভেতরেই চেয়ারম্যানের ওপর হামলা

এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভেতরেই এ হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান রুহুল্লাহ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর শ্যালক।

রুহুল্লাহ চৌধুরীর বড় বোন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই ঘটনায় আসামিদের কেউ গ্রেপ্তার হলো না। আজকে একইভাবে তার ওপর সাইফুল মেম্বার ও নজরুল মেম্বারের লোকজন হামলা করেছে। তিনি বলেন, ‘হামলাকারীরা রুহুল্লার মোবাইল নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  সংস্কার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে : আমীর খসরু

গাড়ির চাবি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি চেয়ারম্যান রুহুল্লাহ সরকারি ঘর দেবেন বলে দেলোয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছিলেন। ওই টাকার জন্য দেলোয়ার ইউনিয়নে গেলে চেয়ারম্যান তাকে মারধর করেন। পরে দেলোয়ারের লোকজন ও চেয়ারম্যানের ওপর হামলা করে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

আমাদের দুই-তিনজন অফিসার ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর নৌকার প্রার্থীর প্রচার বহরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক এমপির শ্যালক ও চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ২৫ জন আহত হন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675