অনলাইন ডেস্ক : বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানে বাসটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুত গতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসেরচাপায় চারজন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।