বলিউড অভিনেত্রী পুনম পান্ডের ভুয়া মৃত্যুর খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে বিনোদন জগতে। সচেতনতা সৃষ্টি করতে এমন কৌশল অবলম্বন করে নিন্দার শিকার হয়েছেন এই অভিনেত্রী। তাকে নিয়ে কথা বললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
গত শুক্রবার (২ জানুয়ারি) পুনম পান্ডের ইনস্টাগ্রাম থেকে ঘোষণা দেয়া হয় তিনি মারা গেছেন কিন্তু একদিন পরই পুনম জানান তিনি বেঁচে আছেন। তার এসব কর্মকাণ্ডে নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে। জানা গেছে তৃতীয় পক্ষের ইন্ধনে জড়িয়ে এই ঘটনা ঘটিয়েছেন অভিনেত্রী।
পুনমের এমন ঘটনায় জয়া আহসান বলেন, ‘সব কিছুর একটা সীমা থাকা উচিত। সেটা ছাড়িয়ে গিয়ে সচেতনার বার্তা দেয়া একদমই উচিত নয়।’
জয়া আরও বলেন, ‘আমারও একবার এমন অফার এসেছিল। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থার কনসেপ্ট ছিল, জয়া আহসান হারিয়ে গেছে। সেই ক্যাম্পেইনের থিমটাই ছিল এমন। কিন্তু সবকিছুতে নিজের অস্তিত্ব বিলিয়ে দেয়া ঠিক নয়। সবারই মনে রাখা দরকার যে, আমাদের দায়িত্বের কথা।’
পুনমের এ ঘটনায় অনেকে দায়ী করেছেন পুনমের ‘পাবলিক রিলেশন’ (পিআর) টিমকে। তবে শেষ মুহূর্তে বেরিয়ে এলো একটি প্রতিষ্ঠানের নাম। সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়ছে।
‘স্কব্যাং’ নামে এক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পুনমের জরায়ু ক্যানসার নিয়ে মিথ্যা খবরের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা। রয়েছে ‘হটারফ্লাই’ নামে আরও একটি সংস্থার নাম। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।’