• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারী আটক

প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৩৫

চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী র‌্যাব- মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ এক শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে। আজ মঙ্গলবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরহরিশপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক মাদক কারবারীর নাম রুবেল (১৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরহরিশপুর গ্রামের হাসেন আলীর ছেলে। আটক রুবেল শীর্ষ মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। তবে তার সহযোগি আনারুল নামে একজন পালিয়ে গেছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

র‌্যাবেরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরহরিশপুর এলাকায় রুবেল তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের দল মঙ্গলবার ভোর রাত পৌনে ৫টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। এসময় আটক করা হয় রুবেলকে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে দেড় কেজি হেরোইন উদ্ধার হয়। উদ্ধার হেরোইনের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  ‘গাছেরটাও খামু, তলারটাও কুড়ামু’ সেই দল বাংলাদেশে হবে না : ফজলুর রহমান

আটক রুবেলকে জিজ্ঞাসাবাদে সে জানায়, রুবেল ও আনারুল ইসলাম পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্য এনে হেরোইন এনে তার বাড়িতে মজুদ করে। তার দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব আনারুলের বাড়িতে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাঁশের চাটির ভিতর আঙ্গিনার বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। পরে আনারুল ইসলামের বাড়িতে তল্লাশী চালিয়ে কাঠের চৌকির উপর পুরাতন কাথা, কম্বল ও লেপের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার হয়। পরে রুবেলকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675