• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কী কারণে ৯০ পরবর্তী নায়িকাদের ‘ভণ্ড’ বললেন ওমর সানী?

প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৬

কী কারণে ৯০ পরবর্তী নায়িকাদের ‘ভণ্ড’ বললেন ওমর সানী?

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অনেকদিন ধরে রিলের পর্দায় দেখা না গেলেও সুখবর হচ্ছে দীর্ঘদিন পর মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন তিনি।

পর্দায় অনেকদিন না থাকলেও এ অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ  সড়কে প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী।

পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে- মৌসুমী, শাবনূর চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা তাদেরকে পেয়েছি। বেস্ট 90 কিন্তু এরপর স্টার, সুপারস্টার কোন নায়িকা নেই। তারপর বাকি সব ভণ্ডামি। বেষ্ট 90।’

আরও পড়ুনঃ  যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। ওমর সানীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- চাঁদের আলো, প্রেম পতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি।

আরও পড়ুনঃ  ছ’বছরের সম্পর্কে বড় আঘাত পেয়েছিলেন!

তিনি ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675