অনলাইন ডেস্ক: একটানা ৪ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল খুলনা টাইগার্স। তবে আগের ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরে প্রথম ধাক্কা খায় তারা। বুধবার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় হার দেখেছে তারা। এবার খুলনাকে ৩৪ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে কুমিল্লা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪৯ রান।
চলতি আসরে একেবারে নিষ্প্রভ লিটন কুমার দাস অবশেষে রানে ফিরেছেন। তিনি ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেন। রান তাড়া করতে নেমে পাকিস্তানের পেসার আমের জামালের বিধ্বংসী বোলিংয়ে খুলনা ১৮.৫ ওভারে ১১৫ রানেই থেমে যায়। এবার প্রথম বোলার হিসেবে তিনি ম্যাচে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান। ফলে টানা দ্বিতীয় জয় পাওয়া কুমিল্লা ৬ ম্যাচে মোট ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তৃতীয় স্থানে। অপরদিকে টানা দ্বিতীয় হার দেখা খুলনা সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়েও নেটরানরেটের কারণে আছে ৪ নম্বরে।
টস জিতে আগে ব্যাটিং নেয় কুমিল্লা। অধিনায়ক হিসেবে এবার বিপিএল খেলছেন লিটন এবং আগের ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৩, ১৪, ৮, ০ ও ২ রানের ইনিংস। খারাপ সময় কাটিয়ে ওঠার ইঙ্গিত এদিন শুরু থেকেই দিয়েছেন তিনি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৬ রান তোলার পর ওপেনিং জুটি ভেঙেছে ৬৯ রানে।
রিজওয়ান ধীরস্থির খেললেও লিটন আক্রমণাত্মক মেজাজে ৩০ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। একই ওভারে ২৮ বলে ২ চারে ২১ রানে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার জন রিজওয়ান। এরপর ধ্বংসাত্মক ইংলিশ ব্যাটার উইল জ্যাকস চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে রান তুলতে বেশ হিমশিম খেয়েছেন। তিনিও ২৭ বলে ২ চারে ২২ রানে বিদায় নেন।
এরপর ফাহিম আশরাফের পেসে বেসামাল কুমিল্লার ইনিংসটাকে সম্মানজনক পুঁজিতে নিয়ে গেছেন তাওহিদ হৃদয় ১৭ বলে ১ চারে ১৬ ও জাকের আলী ৮ বলে ২ চার, ১ ছয়ে অপরাজিত ১৮ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তোলে কুমিল্লা। ৪ ওভার বোলিং করে নাসুম ২১ রানে ও ফাহিম ২৫ রানে ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে খুলনাকে দ্রুত রান তোলার জন্য আক্রমণাত্মক মেজাজে ছিলেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু ১২ বলে ২ চার, ১ ছয়ে ১৯ রান করতেই আলিস আল ইসলামের অফস্পিনে সাজঘরে ফেরেন।
এরপর তানভীর ইসলাম, জ্যাকসদের ম্পিন ও মুস্তাফিজুর রহমানের বাঁহাতি পেসে কোণঠাসা হয়ে পড়ে খুলনা। সেই সুযোগে একের পর এক সাফল্য তুলে নেন পাক পেসার জামাল। ৬৭ রানেই ৬ উইকেট খুঁইয়ে নিশ্চিত পরাজয়ের পথে এগিয়ে যায় খুলনা। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ১১৫ রানে থামে তাদের ইনিংস। নাহিদুল ইসলাম ২৪ বলে ২ চারে ২১ এবং শেষদিকে মোহাম্মদ ওয়াসিমের ১২ বলে ১ চার, ৩ ছক্কায় ২৩ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন জামাল। এবার বিপিএলে ৯টি ৪ উইকেট নেওয়ার ঘটনা থাকলেও জামাল প্রথম বোলার হিসেবে ৫ উইকেট শিকার করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা ২৭ বছর বয়সী জামাল কোনো পর্যায়ের টি২০ ক্রিকেটে ৪ উইকেট নিতে পারেননি। এবার তিনিই পেয়েছেন ৫ উইকেট। আর তাই কুমিল্লার জয়ের নায়ক হিসেবে হয়েছেন ম্যাচসেরা।
স্কোর ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস- ১৪৯/৭; ২০ ওভার (লিটন ৪৫, জ্যাকস ২২, রিজওয়ান ২১, জাকের ১৮*; নাসুম ২/২১, ফাহিম ২/২৫)।
খুলনা টাইগার্স ইনিংস- ১১৫/১০; ১৮.৫ ওভার (ওয়াসিম ২৩, নাহিদুল ২১, বিজয় ১৯; জামাল ৫/২৩, তানভীল ২/২৯)।ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ আমের জামাল (কুমিল্লা)।