স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-র আওতায়নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়াারি)দুপুরেজেলা তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনজেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, চলমান উন্নয়ন
প্রকল্প, বাড়ির আশেপাশে শাক-সবজির আবাদসহ সকল জমির সর্বো”চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বাল্যবিয়ের কুফল, নারীশিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বা¯’্য,
নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন।
শলুয়া ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্বকরেন।