• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে মাদকের আসর থেকে ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫৫

নগরীতে মাদকের আসর থেকে ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নগরীতে মাদকের আসর থেকে ব্যবসায়ীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মুরশাইল এলাকায় এ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) । পরে আসামীদের চন্দ্রিমা থানায় হন্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু

নগরীতে মাদকের আসামিরা হলো- রায়হান (২৯), আশিক ইকবাল (৪৭), হান্নান (৫৬), ইকবাল হোসেন (২৪), নাহিদ (২৭), নাহিদ (২১), মুশফিকুর রহমান (৪৪), সুমন আলী (৩২), রুবেল বিশ্বাস (৩০) ও আব্দুর রহমান (৫০)।
বৃহস্পতিবার র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একত্রিত হয়ে মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় শান্তি নষ্ট ও জনবিরক্তিকর আচরণের অপরাধে তাদের আটক করে। অভিযানে ৪২ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675