• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এমবিবিএস ভর্তি পরীক্ষা : রাজশাহীর সাত কেন্দ্রে পরীক্ষা দিলেন নয় হাজার পরীক্ষার্থী

প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:২৮

এমবিবিএস ভর্তি পরীক্ষা : রাজশাহীর সাত কেন্দ্রে পরীক্ষা দিলেন নয় হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো রাজশাহীতেও মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাতটি কেন্দ্রে ৯ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একঘণ্টা পরীক্ষা গ্রহণ করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার জানান, রাজশাহীর সাত কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ১৩৮ জন। এরমধ্যে ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। বাকি ৯ হাজার ২৫ জন পরীক্ষা দেন।
এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে ১ হাজার ৪২১ জন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে ৮৯১ জন, রাজশাহী সরকারী মহিলা কলেজে ১ হাজার ২৩৩ জন, রাজশাহী সরকারি সিটি কলেজে ৯৩১ জন, রাজশাহী কলেজে ১ হাজার ৯৬৭ জন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ১ হাজার ৩১১ জন এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৭১ জন পরীক্ষা দেন।
পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আগের দিনই অভিভাবকেরা তাদের সন্তানকে নিয়ে রাজশাহী আসেন। কেউ আবাসিক হোটেল, কেউ ছাত্রাবাস আবার কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে থাকেন। সকাল সাড়ে ৮টার দিক থেকেই অভিভাবকেরা তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যেতে শুরু করেন। পরীক্ষার কারণে কেন্দ্রগুলোর সামনে যানজট দেখা দেয়। তবে এ সময় ট্রাফিক পুলিশের সদস্যদেরও বেশ তৎপর দেখা যায়।
পরীক্ষায় জালিয়াতি কিংবা অসৎপন্থা অবলম্বন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপরতা দেখা গেছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবেই পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা জালিয়াতির খবর তারা পাননি।
একই কথা বলেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। তিনি বলেন, ‘খুবই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অঘটন ঘটেনি।

সর্বশেষ সংবাদ

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
দেশের বাজারে আলুর দাম কম, বাড়ছে রপ্তানি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675