• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টেক্টরের ফিফটিতে খুলনাকে হারালো সিলেট

প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৪১

টেক্টরের ফিফটিতে খুলনাকে হারালো সিলেট

অনলাইন রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। হ্যারি টেক্টরের ফিফটিতে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে খুলনা।

অধিনায়ক এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহানের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে সিলেট। বিজয় ৫৮ বলে ৬৭ ও সোহান ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। ৯ বলে ১৩ রান করে আউট হন সমিত প্যাটেল। এরপর নাজমুল হাসান শান্ত ও টেক্টর মিলে শুরু ধাক্কা সামাল দেন।

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় সিলেট। তবে অধিনায়ক মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেক্টর।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি পূরণ করেন টেক্টর। দলীয় ১০৭ রানে ১৯ বলে ২৪ রান করে ফিরে যান মিথুন। এরপর দলীয় ১৩৫ রানে ৫২ বলে ৬১ রানের অসাধারণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান টেক্টর।

আরও পড়ুনঃ  ২০২৩ বিশ্বকাপের স্মৃতি ফেরাচ্ছে ২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি

এরপর ক্রিজে আসা আরিফুল হককে সঙ্গে নিয়ে ৬ বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রায়ান বার্ল। ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বার্ল। খুলনার পক্ষে মার্ক ডেয়াল নেন ৩টি উইকেট।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675