অনলাইন ডেস্ক: বলিউডের সুখী দম্পতি হিসেবে ইতিমধ্যে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম ও নির্মাতা আদিত্য ধর। দ্বিতীয়বারের মতো তাঁরা জুটি বেঁধেছেন ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে। এর চিত্রনাট্যকার আদিত্য, অভিনয়ে ইয়ামি। আর সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এলো তাঁদের দুই থেকে তিন হওয়ার সুখবর। বিয়ের তিন বছরের মাথায় মা হতে চলেছেন ইয়ামি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে স্বামীর হাত ধরেই হাজির হন অভিনেত্রী। সাদা ঢিলে গাউনের ওপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোট পরেছিলেন ইয়ামি। হবু মা-বাবার মুখে হাসির ঝলক। অনুষ্ঠানে আদিত্য বলেন, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে। আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভাবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা।’
জানা যায়, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ইয়ামি। সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সন্তানকে নিয়ে কথা বলার সময় তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল খুশির ছটা। অভিনেত্রী বলেন, ‘এই ছবির শুটিংটা আমার কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি। আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান। এইটুকুই বলব জানি না আদিত্য আমার পাশে না থাকলে কী হত!’
সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন রণবীর সিং নাকি শহিদ কাপুর?সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন রণবীর সিং নাকি শহিদ কাপুর?
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই বরের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন ইয়ামি। সেখানে ওড়না দিয়ে পেটের সামনের অংশ ঢেকে রেখেছিলেন নায়িকা। তারপর থেকেই অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন চাউর হয়। অবশেষে ভালোবাসার মাসেই সুখবর জানিয়ে দিলেন তাঁরা।
২০২১ সালের ৪ জুন হিমাচল প্রদেশে সাদামাটা বিয়ে সারেন ইয়ামি-আদিত্য। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটে তাঁদের মন দেওয়া-নেওয়া। তারপর সোজা বিয়ের পিঁড়িতে তারকাযুগল।