• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ল্যাপটপ-মোবাইল উদ্ধার

প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১৭

রাজশাহীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ল্যাপটপ-মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউকলোনীর মোহাম্মদ আলম হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২২) ও বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার লাল মিয়ার ছেলে মো. সোহান (২০)।

আরও পড়ুনঃ  রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন

অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহীর বাগমারা উপজেলার হাবিবুর রহমান ও তার বান্ধবী ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে গত ৪ জানুয়ারি ভোরে ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

এরপর তারা রিকশা নিয়ে ছোটবনগ্রামের ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন।
তারা রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছামাত্রই ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং ভয় দেখিয়ে দুইটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়।

আরও পড়ুনঃ  কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

এর প্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন। পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় ও পরে তার দেওয়া তথ্যমতে আসামি সোহানকে নিউমার্কেট থেকে গ্রেপ্তার করে। পরে শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675