• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুঠিয়ায় চোলাইমদসহ চার ব্যবসায়ী আটক

প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৩

পুঠিয়ায় চোলাইমদসহ চার ব্যবসায়ী আটক

এস এম আব্দুর রহমান,স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের সময় ৪ জন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যা ৭টার সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের (আদিবাসী পাড়া) এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সিপিসি-২ নাটোর ক্যাম্প, র‌্যাব রাজশাহীর একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে কৃষ্ণপুর আদিবাসী এলাকার মৃত ভরত সর্দ্দারের ছেলে সুরেশ সর্দ্দার (৫২), মৃত মুক্তি সর্দ্দারের ছেলে গনেশ সর্দ্দার (৫০), নিবারন সর্দ্দরের ছেলে কার্তিক সর্দ্দার (৪৫) ও জ্যোতিশ সর্দ্দারের ছেলে দীপক সর্দ্দারকে (২৮) আটক করে।

আরও পড়ুনঃ  ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

এসময় তাদের কাছ থেকে চার‘শ চার লিটার চোলাইমদসহ চোলাইমদ তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত আসামীগণের স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675