• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৪৯

চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারী কর্মচারীরা বিক্ষোভ করেছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি থেকে তারা কর্মবিরতি পালন করছেন। রোববার রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মচারীরা কাফনের কাপড় জড়িয়ে এ কর্মসূচিতে অংশ নেন এবং চাকরি স্থায়ীকরণ না করা হলে তারা আত্মহত্যার হুমকি দেন।
কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তারা বলেন, তারা দীর্ঘ ২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডার ও বিল বিতরণকারী হিসেবে কাজ করছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ী করা হয়নি। ইতোমধ্যে অনেক স্থানে প্রিপ্রেইড মিটার পদ্ধতি চালু হওয়ায় মিটার রিডারদের কোন কাজ নেই। তারা চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। পরিবার-পরিজন নিয়ে চরম হতাশার মধ্যে আছেন। তাই তারা যে কোন পদে তাদের স্থায়ী করার দাবি জানান।
কর্মসূচিতে নেসকো পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মুখপাত্র আনোয়ার হোসেন, গোলাম কবীর, গাজিউর রহমানসহ রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীদের অনেকেই বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675