• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫৭

বাঘায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয় শিক্ষার্থীরা।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পদ্মার চরাঞ্চল চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান বলেন,চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গত-৮ ফেব্রুয়ারি নবম শ্রেণির ক্লাসে যান। এ সময় শিক্ষার্থীরা ওই শিক্ষকের নিকট সুন্দরবন শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সুন্দরবন এলাকায় বিভিন্ন পশু প্রাণির আক্রমন আছে বলে জানান শিক্ষক। বিশেষ করে বানর কিভাবে আক্রমন করে সে বিষয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে হাত নেড়ে অঙ্গভঙ্গিমায় শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন শিক্ষক। তখন অসাবধাণতা বসত এক ছাত্রীর ওড়নায় স্পর্শ লাগে। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হয়ে তার অভিভাবকদের জানালে তারা বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভেঙ্গে বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। লাঠি ও হকিস্টিকের আঘাতে সহকারি প্রধান শিক্ষকের মাথায় ও ডান হাতের বাহু ও ডান হাতের দুটি আগুল ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় ছাত্রীকে আপত্তিকর স্থানে স্পর্শ করা হয়েছে বলে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী নদী ইসলাম,নদী খাতুন,দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাফিল হোসেন প্রমুখ। পরে প্রধান শিক্ষক আবদুস সাত্তার মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন তাদের।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন,বিষয়টি শিক্ষার্থীরা আমাকে অবগত করেছে। আমি শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেছি। এরপরও তারা শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধ করেছে। তবে আমি ওই দিন বাঘায় বিজ্ঞান মেলায় থাকায় বিদ্যালয়ে ছিলাম না। তারা ওইদিন আমার সহকারি প্রধান শিক্ষককে অফিসের তালা ভেঙ্গে বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি খুব দঃখজনক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আমি বাঘা থানাকে অবগত করেছি।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন,বিষয়টি শুনবার পরপর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে স্থানীয়ভাবে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এরপরও কিছু শিক্ষার্থী ও অভিভাবকরা জমায়েত হয়ে মানববন্ধন করেছে।
এ বিষয়ে সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন,আমি এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে একাধিক বার রাজনৈতিক প্রহিংসার শিকার হতে হয়েছে। আমি কতিপয় লোকের জন্য বারবার লাঞ্চিত হচ্ছি।
বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছি।বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি।এরপরেও ঘটনাটি তদন্তধীণ রয়েছে।#

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675