হেলাল উদ্দীন,স্টাফ রিপোর্টার বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত (নবম) ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষ্যে প্রতিষ্ঠান চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০ টায় আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. জিয়াউল আলম এর সভাপতিত্বে এবং শিক্ষক মাহাবুব রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস, এম জিয়া উদ্দীন টিপু, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা লাইভ স্টক কর্মকর্তা ওয়াহিদুর রহমান, শিক্ষক হেলাল উদ্দিন, কাউন্সিলর আব্দুল হান্নান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. জিয়াউল আলম।
অনুষ্ঠানে ৬৬ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী প্রদান করা হয়।
বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানের আয়োজন করে আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।