অনলাইন ডেস্ক : জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে মিউনিখের হোটেল ব্যেয়ারিসার হফের কনফারেন্সে কক্ষে তিনদিনের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন তিনি।
স্থানীয় সময় বিকেলে জলবায়ু অর্থায়ন বিষয়ক প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। পরে রাতে যোগ দেবেন প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায়।
নানা কর্মসূচিতে ঠাসা শুক্রবার দিনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। বৈঠকে আলোচনা হয় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে।
এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উইমেন পলিটিক্যাল লিডারস-ডব্লিউপিএল এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন। একইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে সম্মেলনে যোগ দিতে মিউনিখ পৌঁছেন। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।