• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২৩

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

শিবচর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ আল মাহমুদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার পদ্মা স্টেশন-সংলগ্ন রেলপথের ৫ নম্বর সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুল্লাহ আল মাহমুদ বড় কেশবপুর এলাকার হাকিম আলি ব্যাপারীরকান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে এই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুনঃ  ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকা বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুনঃ  ‘লক্ষ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া’

রেললাইন-সংলগ্ন উপজেলার ৪৭ নম্বর বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন শিকদার বলেন, ‘আমরা খবর পেয়ে রেললাইনে ছুটে আসি। খুবই দুঃখজনক ঘটনা। শিশুটির সঙ্গে আরও তিন-চারজন শিশু শিক্ষার্থী ছিল। রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সকাল ১০টার দিকে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ সংবাদ

বৃষ্টির পর পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে অস্ট্রেলিয়া
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675