• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ইমরান

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৫৭

হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ইমরান

অনলাইন ডেস্ক: ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সেমিফাইনালে উঠেছেন। তিন নম্বর হিটে তিনি ৬.৬২ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হয়েছেন। তার হিটে প্রথম স্থান অধিকার করেন ওমানের আলী আনওয়ার। তার টাইমিং ৬.৫৬।

ইরানের তেহরান থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘এখনো সেমিফাইনালের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। নিজের হিটে দ্বিতীয় এবং চার হিট মিলিয়ে শীর্ষ চার জনের মধ্যে থাকায় ইমরানের সেমিফাইনাল খেলা নিশ্চিতই।’

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

আজ ঘন্টা খানেক পরেই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দু’টি হিট অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দুই হিটের উত্তীর্ণরা আগামীকাল ফাইনালে খেলবেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইমরানের দেয়া তথ্য মতে, এশিয়ান ইনডোরে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই।

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রাকিবুলও অংশ নিয়েছিলেন। চার নম্বর হিটে তিনি এক নম্বর লেনে দৌড়েছেন। তার টাইমিং অবশ্য ভালো হয়নি। ৬.৮৭ সেকেন্ড টাইমিং তিনি চতুর্থ স্থানে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  ২০২৩ বিশ্বকাপের স্মৃতি ফেরাচ্ছে ২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি

৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে খেলবেন বাংলাদেশের জহির রায়হান। ইমরানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান অ্যাথলেটিক্সের ফাইনাল পর্বে খেলছেন জহির।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675