• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

২৪-এর একুশে নতুন যত গান

প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৪

২৪-এর একুশে নতুন যত গান

অনলাইন ডেস্ক: মায়ের ভাষায় কথা বলার জন্য যে বন্দুকের সামনে বুক পেতে দেওয়া যায়, ঝাঁজরা বুক নিয়েও যে বলা যায়, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’; সেই বিস্ময়কর নজির সৃষ্টি করেছে বাঙালিরা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। যা পরবর্তীতে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

আজ (২১ ফেব্রুয়ারি) সেই বিশেষ দিবস। আর ভাষার জন্য প্রাণ দেওয়া সেই বীর তরুণদের শ্রদ্ধায় ‘শহীদ দিবস’। প্রতি বছরের মতো এবারের একুশে ফেব্রুয়ারি উপলক্ষেও বেশ কিছু নতুন গান এসেছে প্রকাশে; যেগুলোর মূল ভিত মাতৃভাষা। টুকরো তথ্যে গানগুলোর খবর জেনে নেওয়া যাক…

আরও পড়ুনঃ  যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির অনন্য আয়োজনে তৈরি হয়েছে গানটি। এতে বিখ্যাত তিনটি গানের সমন্বয় করা হয়েছে। এগুলো হলো-‘আমি বাংলায় গান গাই’, ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। গানগুলো নতুন সংগীতায়োজনে গেয়েছেন রাইশা ফাইরোজ ইপা, শারাফাহ আমিরাহ, ডেনিস রাহুল গোমেজ, জাহিদ অন্তু, আদিবা কামাল ও অনিক সূত্রধর। পুনঃ সংগীতায়োজন করেছেন পল্লব স্যান্যাল। আর সমন্বিত গানটির ভিডিওচিত্রে অংশ নিয়েছেন দেশের টিভি ও সংগীত অঙ্গনের শতাধিক মানুষ।

আরও পড়ুনঃ  সড়কে প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

মাতৃভাষা নিয়ে বিখ্যাত একটি গান। এটি সৃষ্টি করেছেন সুরকার আব্দুল লফিত। কোক স্টুডিও বাংলা নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছে এবারের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে। এতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, অনিমেষ রায়, ঋতুরাজ, অংকন, রিয়াদসহ বেশ কয়েকজন শিল্পী।

এবারের একুশে এই গানটি কিঞ্চিৎ অধিক বিশেষ। কারণ এতে কণ্ঠ দিয়েছেন ভারতের নন্দিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ। অন্তু গোলান্দাজের সুর-সংগীতে গানটিতে নচিকেতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা। এটি প্রকাশ হয়েছে গান জানালা নামের ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুনঃ  সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর : চমক

এটি গেয়েছেন ‘দূরবীন’ ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদ। শেখ নজরুলের কথায় গানটির সুর করেছেন তরুণ গায়ক ও সুরকার পিজিত মহাজন। সংগীতায়োজনে ওয়াহেদ শাহীন। পিজিতের নির্দেশনায় গানের ভিডিওতে পারফর্মও করেছেন শহীদ। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অবশ্য গানটির প্রমো প্রকাশ করা হয়েছে কেবল। ২৩ ফেব্রুয়ারি আসবে পুরো গান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675