অনলাইন ডেস্ক : বলিউডের ‘ডন’ সিরিজ নিয়ে আকাঙ্খিত ভক্তরা। সোনালি যুগে অমিতাভ বচ্চন পর্দা কাঁপিয়েছেন। তারপর বলিউড বাদশা একাই রাজত্ব করেন ‘ডন’-এর। তার সঙ্গে পর্দা ভাগ করে তুমুল আলোচনায় এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। শোনা যাচ্ছিল সিনেমাটির তৃতীয় কিস্তিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে, কিন্তু তা আর হচ্ছে না।
অমিতাভ বচ্চন ১৯৭৮ সালে ‘ডন’ সিনেমা দিয়ে তাক লাগিয়েছিলেন। এরপর ‘ডন’ হয়ে আসেন শাহরুখ খান ২০০৬ সালে।
ফারহান আকতারের দ্বিতীয় কিস্তিতেও দেখা যায় শাহরুখকে। সেখানেও প্রিয়াঙ্কা চোপড়া মাতিয়ে রেখেছিলেন।
কিন্তু তৃতীয় কিস্তিতে শাহরুখ কিংবা প্রিয়াঙ্কা কাউকেই দেখা যাবে না। শাহরুখ নিজেই সেখান থেকে সরে আসেন। সেই জায়গা দখল করেন রণবীর সিং। তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় নায়িকা কিয়ারা আদভানিকে।
শাহরুখ খান নিজে সরে গেলেও বাদ পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। অর্থাৎ নতুন মুখ নিয়ে ‘ডন থ্রি’ আসছে দর্শক মাতাতে।
নিজের এক্স হ্যান্ডেলে কিয়ারা লিখেছিলেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাইছি।’ ক্লিপটি এক্সে পোস্ট করেছেন ফারহান আখতার নিজেও। লিখেছেন, ‘ডন ইউনিভার্সে কিয়ারাকে স্বাগতম।’