• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে নাশকতার মামলায় বিএনপির ১১ নেতা কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৩

নাটোরে নাশকতার মামলায় বিএনপির ১১ নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি : নাটোরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ১১ নেতার জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মন্ডল, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সরদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ ও গোপালপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মাফি।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, গত বছরের ২৯ অক্টোবর জেলার বাগাতিপাড়া ও লালপুর থানায় বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। বাগাতিপাড়ায় ১০ জনের নামসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে এবং লালপুরে ২২ জনের নামসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়। ওই মামলায় বিএনপির ১১ নেতা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন তারা। বিচারক ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675