• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁদাবাজির মামলায় লিজা কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৮

চাঁদাবাজির মামলায় লিজা কারাগারে

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বহুলে আলোচিত নারী আয়েশা আক্তার লিজাকে (৩৮) চাঁদাবাজির একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পেশকার আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আয়েশা আক্তার লিজা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লিজা রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। তিনি ‘সুদের কারবার’ নিয়ে রাজশাহীতে বহুল আলোচিত এই নারী।

লিজাকে প্রভাস চন্দ্র সরকার নামে এক ব্যক্তির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রভাস ‘এটিএন ইমার্ট’-এর রাজশাহী বিভাগীয় সুপার ডিলার। ১৮ ফেব্রুয়ারি নগরীর বোয়ালিয়া থানায় আসামি লিজার বিরুদ্ধে এই চাঁদাবাজি মামলা করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, প্রভাস চন্দ্র সরকার লিজার কাছ থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে এক লাখ টাকা নেন। টাকা দেওয়ার সময় লিজা প্রভাসের কাছ থেকে ৩০০ টাকা মূল্যমানের সই করা স্ট্যাম্প নিয়ে রাখেন।

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

পরে গত ৭ জানুয়ারি তিনি টাকা ফেরত দেন। কিন্তু লিজা তাঁকে তাঁর সই করা স্ট্যাম্প ফেরত দেননি। তিনি পরে স্ট্যাম্প ফেরত দেবেন বলে জানান।

পরবর্তী সময় লিজার কাছ থেকে স্ট্যাম্প চাইলে তিনি আবার এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে স্ট্যাম্প দেবেন না বলে জানিয়ে দেন। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি লিজা স্ট্যাম্প ফেরত দেবেন না বলে জানিয়ে দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বসন্তবরণ ও পিঠা উৎসব

এ ছাড়া প্রভাসের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি। এ অবস্থায় প্রভাস চন্দ্র সরকারই থানায় গিয়ে লিজাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675