অনলাইন ডেস্ক : রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণ আসেনি।
আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেকে। এর মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।