স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। আজ রোববার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর তানোর উপজেলার দেবিপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মোসাররফ হোসেনের ছেলে মামুনুর রশিদ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেফতার করা হয়।
এছাড়াও শনিবার বিকেলে নগরীর কুমারপাড়া এলাকা থেকে গ্রেফতার হয় মামুনুর রশিদ। তারা দুজনই সাজাপ্রাপ্ত মামলার আসামী ছিল বলে জানায় র্যাব।