মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান অবৈধ পুকুর খনন ও পরিবেশ বিপর্যয়ের দায়ে দায়েভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তির ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এ রায় কার্যকর করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে উপজেলার চক ছাতারী এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে অবৈধভাবে পুকুর খনন করছিল ঐ গ্রামের শিহাব উদ্দিন। এ খবর পেয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে যান এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এর আগে উপজেলার তেপুকুরিয়া এলাকায় পরিবেশ বিপর্যয়ের দায়ে উক্ত গ্রামের শিমুল হোসেন এর ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম । স্থানীয় লোকজন জানান,এ ঘটনয় অবৈধ পুকুর খনন কারীদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে এবং এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই পুকুর খননের জরিমানা খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন।
এবিষয়ে এলকার আবদি জমি রক্ষা করতে সংশ্লিষ্ট উর্ধতণ কর্মকর্তাদেরগনের আরও তৎপরতা ও নজরদারির দাবি জানান এলাকার অভিজ্ঞ মহল।