• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফ্রান্সে গর্ভপাত সাংবিধানিক স্বীকৃতি পেলো

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:১৭

ফ্রান্সে গর্ভপাত সাংবিধানিক স্বীকৃতি পেলো

অনলাইন ডেস্ক : ফ্রান্স সরকার সে দেশে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।বিশ্বে ফ্রান্সই প্রথম গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল। গর্ভপাতের বিষয়টি অন্তর্ভূক্ত করার জন্যে সোমবার দেশটির সংবিধানে একটি সংশোধনী আনা হয়েছে।
দেশটির ৭শ’ ৮০ জন আইনপ্রণেতা পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিলের পক্ষে ভোট দেন। আর বিলটির বিপক্ষে ভোট দেন ৭২ আইনপ্রণেতা। ফলে বিলটি কন্ঠভোটে পাস হয়।

আরও পড়ুনঃ  বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

ভোটাভুটির ফল ঘোষণার সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তটিকে স্বাগত জানান।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এই উদ্যোগকে ’ফরাসী গর্ব’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এর মধ্য দিয়ে গর্ভপাতের ক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে গোটা বিশ্বেই একটা বার্তা পৌঁছাল।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্যারিস বিশেষ আয়োজনের মাধ্যমে এই উদ্যোগকে উদযাপন করবে।
পার্লামেন্টে বিল পাস হওয়ার পর একটা বার্তায় প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার আলোকিত হয়ে ওঠে। সেই বার্তায় লেখা ছিল, ‘শরীর আমার, সিদ্ধান্তও আমার।’

আরও পড়ুনঃ  দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪

ফ্রান্সে ১৯৭৫ সাল থেকে গর্ভপাত বৈধ। তবে দেশটির মানুষ অনেক দিন ধরে এর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলো। বিভিন্ন জরিপে দেখা গেছে, ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ মানুষ মনে করে, গর্ভপাত করাবে কি-না এটা একান্তই একজন নারীর সিদ্ধান্ত। আর নারীর এই অধিকার সংরক্ষণ করতে সংবিধানে সংশোধন আনা প্রয়োজন।

আরও পড়ুনঃ  পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’: ভ্যাটিকান

এই কারণে দেশটিতে ১৯৫৮ সালে প্রণীত সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675