• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৯:২৯

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের গুনাতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ভেতর থাকা নারী পাইলট আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) বিমানটি গুনা থেকে ২৫০ কিলোমিটার দূরের নিমুচ থেকে উড্ডয়ন করেছিল। যখন বিমানটি সোজাসুজি আসছিল তখন এটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এক কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  মহাকুম্ভে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম, ৬৬ কোটি ভক্তের স্নান

ওই কর্মকর্তা আরও জানিয়েছিলেন, বিমানটি চালাচ্ছিলেন চিমক অ্যাভিয়েশন অ্যাকাডেমির প্রশিক্ষণার্থী পাইলট।

ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর তিনি গুনা বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য অনুমতি চান। কিন্তু অবতরণের সময় রানওয়ের বাইরে এটি বিধ্বস্ত হয়।

আহত ওই পাইলটকে গুনার বিভাগীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গুনা পুলিশের সাব-ইন্সপেক্টর চঞ্জল তিওয়ারি বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, “ত্রুটি দেখা দেওয়ার পর নিমুচ থেকে ধানার দিকে আসা একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। ওই সময় পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। প্রশিক্ষণার্থী ওই পাইলট আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ  কিডনি বিকল রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস

গতকাল মঙ্গলবার বিহারের গায়াতে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটিতে নারীসহ দুইজন পাইলট ছিলেন। তবে দুজনই সামান্য আহত হন এবং বেঁচে যান।

আরও পড়ুনঃ  আরেকটি ভাষা-যুদ্ধের জন্য প্রস্তুত তামিলনাড়ু, বলছেন মুখ্যমন্ত্রী

ঘটনাটি ঘটে কাঞ্চনপুর নামের একটি গ্রামে। ওই গ্রামের বাসিন্দার জানিয়েছেন, বিমানটি কৃষি জমির ওপর আছড়ে পড়ে। পরে তারা দ্রুত সেখানে গিয়ে দেখতে পান বিমানে দুজন পাইলট রয়েছেন। পুলিশকে খবর দেওয়ার আগে তারাই পাইলটদের উদ্ধার করেন।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675