• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে কিশোর গ্যাঁং লিডারসহ তিন সদস্য গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ৫:১৬

নগরীতে কিশোর গ্যাঁং লিডারসহ তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) রাজশাহীর একটি আভিযানিক দল বুধবার (৬ মার্চ) রাত ১০:৩০ ঘটিকায় নগরীর ছোটবনগ্রামে অভিযান চালিয়ে লিডার সহ কিশোর গ্যাঙের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত আসামীরা হলো- ছোট বনগ্রাম স্কুল মোড়ের সানোয়ার হোসেন সেলিমের ছেলে গ্যাং লিডার সাব্বির ওরফে কানা সাব্বির (২১), ছোট বনগ্রাম পূর্বপাড়ার মৃত তৈমুর ইসলামের ছেলে তন্ময় ইসলাম (২৫) এবং ছোটবনগ্রাম স্কুল মোড়ের সেলিম বাবুর ছেলে নাজমুল (২৩)।
এ সময় আসামীদের কাছ থেকে গাঁজা-৬৫ গ্রাম, ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০ টি, টিপ চাকু-৪টি, কলটি-১টি, কাঠের টুকরা-১টি, মোবাইল ফোন-৩টি এবং সিমকার্ড- ৪টি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

সূত্রমতে, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়ার জনৈক ইমাম আলীর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে বাগানের ভিতর থেকে র‌্যাবের টিম ঘটনাস্থলেই তিন জনকে আটক করে এবং চারজন রাতের আঁধারে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ও পলাতক আসামীরা কানা সাব্বির-এর নেতৃত্বাধীন একই কিশোর গ্যাঙের সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের লিডার সাব্বিরের নেতৃত্বে গাঁজা ও ট্যাপেনটাডাল ট্যাবলেট সেবন করছিল। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে সেবন করে।
আসামীগনদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675