• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শেষ হলো রাবির ভর্তি পরীক্ষা, ১০ দিনের মধ্যে ফলাফল

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১:২৭

শেষ হলো রাবির ভর্তি পরীক্ষা, ১০ দিনের মধ্যে ফলাফল

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই পরীক্ষার শেষ দিনে বৃহস্পতিবার ‘সি’ ইউনিটের গ্রুপ-৫ (অ-বিজ্ঞান) এবং ‘বি’ ইউনিটের (বাণিজ্য) দুইটি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-৫, ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (বাণিজ্য) গ্রুপ-১ এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের গ্রুপ-২ (অ-বাণিজ্য) অ-বাণিজ্য এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সি’ ইউনিটের গ্রুপ-৫ (অবিজ্ঞান) এর পরীক্ষায় ১ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯৫.৩৩ শতাংশ, বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এর ১৫ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১.৮৪ শতাংশ এবং গ্রুপ-২ (অবাণিজ্য) এর ১৮ হাজার ৯১৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৮৭.৩২ শতাংশ। ‘বি’ ইউনিটের গড় উপস্থিতি হার ছিল ৯১.৫০ শতাংশ।
এদিন পরীক্ষা শুরুর পর বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের সামনের চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য ভর্তি পরীক্ষা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল- ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত

সংবাদ সম্মেলনে তিন দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অনুরূপ সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

প্রসঙ্গক্রমে উপাচার্য আরো বলেন, সংশ্লিষ্ট সকলের সতর্কতামূলক পদক্ষেপের ফলে এবারের ভর্তি পরীক্ষায় কোনো প্রকার জালিয়াতি বা কারসাজির ঘটনা ঘটেনি। এবার ভর্তিচ্ছুদের নিবন্ধনের শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমতত্ত্বাসহ প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি ব্যবহারের ফলে কোনোরূপ অসদুপায় অবলম্বন রোধ করা গেছে।
ভর্তি পরীক্ষার ফল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করব। এজন্য যে যার মতো কাজ শুরু করে দিয়েছে। আমরা ১০ দিনের কম সময়ে ফল প্রকাশ করব।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ চার সমন্বয়ক

এবারে বিশ্ববিদ্যালয়টিতে বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে চুড়ান্ত আবেদন জমা পড়েছিল ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি। এর মধ্যে গত বুধবার (০৬ মার্চ) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৪ হাজার ৭৮৫টি আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ৯১ শতাংশ শিক্ষার্থী, মঙ্গলবার (০৫ মার্চ) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৩৫৪টি আবেদনের বিপরীতে অংশগ্রহণ করে প্রায় ৮২.১ শতাংশ শিক্ষার্থী এবং শেষদিন বৃহস্পতিবার ‘সি’ ইউনিটের গ্রুপ-৫ এবং ‘বি’ ইউনিটের বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৯১.৫০% শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675