• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার উপায় বললেন পাপন

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১০:৩০

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার উপায় বললেন পাপন

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে আগামীকাল (শনিবার) মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচের একপেশে জয়ে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। ম্যাচ দুটিতে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এক্ষেত্রে ওপেনারদের ভালো করার ওপর তিনি জোর দিয়েছেন।

আজ (শুক্রবার) ঢাকা দক্ষিণের মেয়র কাপ অনুষ্ঠানে গিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, ‘গত ম্যাচটা যেভাবে খেলেছে যদি ওপেনিংয়ে একটু ভালো করে, তাহলে অবশ্যই আমরা জিতব এ ব্যাপারে কোন সন্দেহ নেই।’ প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং ভালো হয়নি, সে কারণে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল তারা। পরবর্তীতে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের ঝোড়ো ব্যাটিংয়ে টাইগাররা জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটিতে তারা হেরে যায় ৩ রানে।

আরও পড়ুনঃ  সিটিতে কত নম্বর জার্সি পেলেন ‘নতুন মেসি’

পরবর্তীতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের রান তাড়ায় ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। তাদের ওপর কালকের ম্যাচেও ভরসা করতে চান টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে নাজমুল হোসেন শান্ত এই ম্যাচ দিয়ে রানে ফিরেছিলেন। তার ফিফটিতে ভর করে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতে ৮ উইকেটের বড় ব্যবধানে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

এর আগে অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করা জাকেরকে নিয়ে পাপন বলেন, ‘জাকের আলি অনিক বলে কথা না, আমার ধারণা নতুন যাকেই আমরা সুযোগ দেব… এরকম খেলাটা খেলবে। একটা খেলা দেখে বোঝা যাবে না ভালো খেলোয়াড় কি না। ওর মধ্যে প্রতিভা আছে, প্রতিভা-পটেনশিয়াল যদি না থাকতো জাতীয় দলে সুযোগই পেতো না। সুতরাং আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছে। কিন্তু যেরকম সাহস নিয়ে যে পরিস্থিতিতে ও খেলেছে এটা অসাধারণ। এর আগে আমি কখনও দেখিনি।’

এদিকে, গতকাল সাভারের আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ’র কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন পাপন, ‘রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনও কোনো সন্দেহ ছিল না। রিয়াদের যে পটেনশিয়াল, ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এখন পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদের কোনো বিকল্প দেখিনি। যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত কেউ তামিম হয়ে উঠেনি। হয়তো ভালো খেলে। এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। মুশফিক, রিয়াদ বা ওদের মতো হয়ে গেছে এমন বলার মতো একটা খেলোয়াড়ও নেই।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675