তথ্যবিবরণী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগামীকাল (১০ মার্চ) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি রবিবার সকাল নয়টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে নওগাঁর পত্নীতলা উপজেলার উদ্দেশে যাত্রা করবেন।
বেলা পৌনে এগারোটায় মন্ত্রী পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং কৃষিজীবীদের ‘চিকিৎসাসেবা ও স্বাস্থ্য সচেতনতা’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি পুনরায় রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
সন্ধ্যা ছয়টায় স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বিভাগের সকল জেলার সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণের সঙ্গে মতবিনিমিয় করবেন।
ওই দিন বেলা সোয়া এগারোটায় স্বাস্থ্যমন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।