• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাষ্ট্রপতির কন্যা হচ্ছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৩:২০

রাষ্ট্রপতির কন্যা হচ্ছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি চিরাচরিত প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

সাধারণত রাষ্ট্রপতির স্ত্রী পান ফার্স্ট লেডির মর্যাদা। আনুষ্ঠানিক ঘোষণা হলে ফার্স্ট লেডির সকল সুযোগ-সুবিধা এবং প্রটোকল পাবেন আসিফা ভুট্টো। স্ত্রীর বদলে কন্যাসন্তানকে ফার্স্ট লেডির মর্যাদা দেওয়ার ঘটনা এর আগে পাকিস্তানে ঘটেনি।

আরও পড়ুনঃ  গাজায় ধ্বংসস্তূপে অনবরত মিলছে লাশ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা

আসিফ আলী জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন ২০০৭ সালে। তারই সন্তান আসিফা ভুট্টো। তিনি আসিফ আলী জারদারির তৃতীয় সন্তান। ২০২০ সালে পাকিস্তানের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

শনিবার (৯ মার্চ) পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন।

আরও পড়ুনঃ  ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে, আশা ট্রাম্পের

আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675