• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সুদানের সরকারি টেলিভিশন-রেডিও দখলে নেওয়ার দাবি সেনাবাহিনীর

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৭:৫১

সুদানের সরকারি টেলিভিশন-রেডিও দখলে নেওয়ার দাবি সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক : গত বছরের এপ্রিলে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল দেশটির শক্তিশালী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) |
উত্তর আফ্রিকার দেশ সুদানের জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রধান কার্যালয় দখলে নেওয়ার দাবি করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

এতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় রেডিও ও টেলিভিশনের সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছেন। আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের হটিয়ে রেডিও ও টিভি কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

দেশটির রাষ্ট্রায়ত্ত দুই সম্প্রচারমাধ্যমের সদরদপ্তর ওমদুরমান শহরে অবস্থিত। রাজধানী খার্তুম থেকে নীল নদের পাশে এই শহরটির অবস্থান। তবে সেনাবাহিনীর এই দাবির বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আরেকটি ভাষা-যুদ্ধের জন্য প্রস্তুত তামিলনাড়ু, বলছেন মুখ্যমন্ত্রী

গত বছরের এপ্রিলে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেশটির শক্তিশালী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে এই সংঘাতের শুরু হয়।

আরও পড়ুনঃ  মহাকুম্ভে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম, ৬৬ কোটি ভক্তের স্নান

কয়েক মাস ধরে চলা দেশটির দুই বাহিনীর এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও আরও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675