• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, আহত তিন ইন্টার্ন চিকিৎসক

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৯:৫৭

জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, আহত তিন ইন্টার্ন চিকিৎসক

অনলাইন ডেস্ক : জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু, ৩ চিকিৎসকের ওপর হামলা
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনদের হামলায় আহত হয়েছে তিনজন ইন্টার্ন চিকিৎসক। এছাড়াও হাসপাতালের একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত তিন ইন্টার্ন চিকিৎসক হলেন- ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. ফাহমিদুল ইসলাম ফাহাদ ও ডা. তুষার আহমেদ। হামলার পরেই কর্ম বিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর

এদিকে রোগীর মৃত্যুর ৮ ঘণ্টা পর মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৩টা ৫০ মিনিটের দিকে পৌরসভার রশিদপুর এলাকার গুল মাহমুদ নামে একজন রোগীকে জরুরি বিভাগ থেকে ভর্তির জন্য পুরুষ মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। সে সময় পুরুষ মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরা মহিলা মেডিসিন ওয়ার্ডে একজন রোগীকে দেখছিলেন। কিছুক্ষণ পর সেই চিকিৎসকরা পুরুষ মেডিসিন ওয়ার্ডে ফিরে এসে রোগী গুল মাহমুদকে মৃত ঘোষণা করেন। এরপরই গুল মাহমুদের স্বজনরা তাদের ওপর হামলা চালান এবং একটি কক্ষ ভাঙচুর করেন।

আরও পড়ুনঃ  ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ

ইন্টার্ন চিকিৎসক ডা. এম এ কাবী সিকান্দর আলম বলেন, হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। শুধু শুধু আমাদের চিকিৎসকের ওপর হামলা করবে এটা আমর কখনো মেনে নেব না।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির জন্য চিকিৎসাসেবার দুর্ভোগ হবে না। সেই ব্যবস্থা আমরা করব।

জামালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, এ ঘটনা শুনেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। তারপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় আমরা ছেড়ে দিয়েছি।

সর্বশেষ সংবাদ

ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়
শনিবার, মার্চ ১, ২০২৫ ২:৩০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675