• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ১১:৫৩

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির এর সাথে সাক্ষাৎ করেছে রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর বঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিভাগীয় কমিশনারের সাথে দেখা করেন।

আরও পড়ুনঃ  বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু আজ

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির রমজান মাসে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য পরিচালনায় কোন সমস্যা হচ্ছে কিনা এবিষয়ে খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী কমিশনারকে আস্বস্ত করেন যে, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আর বারবে না এবং পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ আছে।

আরও পড়ুনঃ  চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কোন পণ্যেরই বাজারে ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, কোষাধ্যক্ষ আফসার আলী মন্ডল প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675