স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর স্টেডিয়ামের পশ্চিমপাশের ক্লাব ঘরে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর সপুরা এলাকায় রাজিব (৪২), কিসমত আলী (৪৩), জুয়েল (৩৮), জনি রহমান (৪৪), শিরোইল কলোনি পশ্চিমপাড়ার মেহেদী হাসান (২৮), বারো রাস্তার মোড় এলাকার তুষার আলী (৩০), আকাশ (২৭), বহরমপুর এলাকার রুবেল হোসেন (২৭)।
গ্রেফতার কৃতরা ওই ক্লাব ঘরে রাতভর বিভিন্ন ধরনের নেশা করতো ও জুয়ার আসর বাসাতো বলে আটকের পর স্বীকার করেছে।
উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে এজাহার মূলে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।