• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরেক শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১১

প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৯:২৫

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরেক শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১১

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু তাওহীদ (৭) মারা গেছে। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আরও পড়ুনঃ  বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড "আজীবন সম্মাননা" পাচ্ছেন সৈয়দ মার্গুব মোর্শেদ

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ আরেক শিশু তাওহীদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই নিয়ে এই ঘটনায় নারী শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।

আরও পড়ুনঃ  থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ

এর আগে সোমবার সকালে ওই বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু হয়। রোববার রাতে মারা যান দুইজন।

তার আগে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাইবা (৩), আরিফুল ইসলাম (৩৫), মহিদুল (২৪), নার্গিস খাতুন (২২), মনসুর আলী ও সোলাইমান মোল্লা মারা যান।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675