• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় চার ফুটবলার আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৮:৪৮

ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় চার ফুটবলার আটক

অনলাইন ডেস্ক : হোটেল রুমে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার ফুটবলারকে আটক করেছে আর্জেন্টিনার পুলিশ। দেশটির প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন ওই চার ফুটবলার।

সোমবার (১৮ মার্চ) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন- উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা, প্যারাগুয়ের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন, আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে এবং আর্জেন্টিনার স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো।

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

অভিযোগকারী ওই নারী পুলিশকে জানিয়েছেন, গত ৩ মার্চ অভিযুক্তদের একজনের সঙ্গে হোটেলে মিলিত হতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষায় ছিল। ওই নারী বলছিলেন যে, তিনি খেলোয়াড়দের সাথে মদ পান করেছিলেন, একটি বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এবং তাকে সেসময় ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুনঃ  সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

ভুক্তভোগীর আইনজীবী প্যাট্রিসিয়া আর্জেন্টিনার গণমাধ্যমকে বলেছেন, সোসা তার (ওই নারী) সাথে যোগাযোগ করেছিলেন এবং তাকে হোটেলে আমন্ত্রণ জানিয়েছিলেন। অবশ্য সোসা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

এদিকে, ১০ টি জাতীয় শিরোপা এবং ১৯৯৪ সালের কোপা লিবার্তাদোরস ট্রফি জেতা ঐতিহ্যবাহী ক্লাব ভেলেজ এরই মধ্যে গ্রেফতার হওয়া চার ফুটবলারের সঙ্গে চুক্তি স্থগিত করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675