• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পরী-সোহমের সঙ্গী এবার মধুমিতা

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৯:২১

পরী-সোহমের সঙ্গী এবার মধুমিতা

অনলাইন ডেস্ক : জয়া আহসান, মিথিলার মতো ওপার বাংলার সিনেমায় নাম লেখিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। ‘ফেলু বকশি’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন সোহম চক্রবর্তী। এটি নির্মাণ করছেন কলকাতার দেবরাজ সিনহা।

সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে কলকাতায় গিয়েছেন পরীমণি। এবার জানা গেলো, পরীমণি-সোহমের সঙ্গে সিনেমাটিতে যুক্ত হয়েছেন ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

আরও পড়ুনঃ  সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর : চমক

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দেবরাজ সিনহার সিনেমায় তৃতীয় ব্যক্তি হিসেবে পরীমণি-সোহমের সঙ্গে যুক্ত হলেন মধুমিতা সরকার। ধারণ করা হচ্ছে, থ্রিলার ঘরনার এ সিনেমায় ত্রিভুজ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুনঃ  সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি মধুমিতা সরকার কিংবা পরিচালক দেবরাজের।

প্রসঙ্গত, এর আগে ঢাকা-কলকাতা যৌথভাবে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। পরীমণি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675