ঢাকাTuesday , 19 March 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে রাজশাহী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

subadmin
March 19, 2024 10:28 pm
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রাসা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসা‘র পক্ষ থেকে প্রধান অতিথি রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আন্দোলনে ভূমিকা রাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হতে হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। দেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা লগ্নে বঙ্গবন্ধুর আহ্বানে তৎকালীন ছাত্রনেতারা যে ভুমিকা পালন করেছেন, সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল।

রাসিক মেয়র বলেন, দেশ ও জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যায়ের ব্যাপক অবদান রয়েছে। দেশের প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ সকল ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সগৌরব পদচারণা আমরা দেখতে পাই। তারা কর্মজীবনে দক্ষতার পরিচয় দেন।

তিনি আরো বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ধনী দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, এক্ষেত্রে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। মেধাবীদের রাজনীতি আসতে হবে, দেশ গঠনে ভুমিকা রাখতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত, সিআইডি, ঢাকার এডিশনাল ডিআইজি এসএম আশরাফুজ্জামান দোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল জক হলের অধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম, গাজী বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মাহমুদ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বারী। আাে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন রনি, উপ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সেলিম রেজা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী এক বছরের জন্য রাজশাহী স্টুডেন্টস’ এসোসিয়েশন (রাসা), ঢাকা বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের এ কে এম তৌহিদুজ্জমান অভি। তিনি জাপানিজ স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ জহুরুল হক। বর্তমানে তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করছেন। এছাড়াও সংগঠটির সহ- সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লায়েব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন শিলা হ্যাপি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ আসিফ আলী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোঃ শাহিনুর ইসলাম। ইফতার মাহফিলে রাজশাহীর প্রায় ছয়শত জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।