অনলাইন ডেস্ক : যশোরে চিহ্নিত চোর স্পাইডারম্যান শামীম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। গত ১৬ মার্চ রাতে শহরের ঘোপ নোয়াপাড়া রোডে পার্থ মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় চিহ্নিত এই চোরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ মার্চ) বিকেলে শহরের চার খাম্বার মোড় এলাকা থেকে শামীম ও ঝুমঝুমপুর এলাকা থেকে তার সহযোগী আজগার আলীকে গ্রেপ্তার করা হয়।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, গত ১৬ মার্চ ঘোপ এলাকার পার্থ মজুমদারের বাড়ির দ্বিতীয় তলায় চোরেরা ঘরের হ্যাসবোল্ড ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার, রুপার অলঙ্কারসহ মোট এক লাখ ৭৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পার্থ মজুমদার গত ১৯ মার্চ যশোর কোতোয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর যশোর ডিবি পুলিশের একটি টিম তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্পাইডারম্যান খ্যাত কুখ্যাত চোর শামীমকে শনাক্ত করে। এরপর গত বুধবার (২০ মার্চ) বিকেলে শহরের চার খাম্বার মোড় এলাকা থেকে শামীম ও ঝুমঝুমপুর এলাকা থেকে সহযোগী আজগার আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে শামীমকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে যশোর শহরতলি ঝুমঝুমপুর এলাকার আজগার আলীর জুয়েলার্স থেকে উদ্ধার করা হয় ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার, ১ ভরি ১ আনা ৪ রতি রুপা ও নগদ ৬ হাজার টাকা।
শামীম শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার রবিউল ইসলামের ছেলে ও জুয়েলার্স ব্যবসায়ী আজগর হোসেন ঝুমঝুমপুর উত্তরপাড়া এলাকার ইবাদ হোসেনের ছেলে।