• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লিটন-জয়-দিপুর ডাক, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৮:৩৫

লিটন-জয়-দিপুর ডাক, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপেই যেন ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার! উইকেটে এসে রীতিমতো আত্মহত্যা করেছেন ব্যাটাররা! তৃতীয় দিনের শেষ বিকেলে এসে অযথা বল তাড়া করে উইকেট বিলিয়েছেন তারা। ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। যেখানে ৩ জন ডাক খেয়েছেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বাংলাদেশের জয়ের জন্য আরও প্রয়োজন ৪৭০ রান।

আরও পড়ুনঃ  সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে থিতু হয়েও ফিরেছিলেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। এবার দাঁড়াতেই পারলেন না তিনি। ৪ বল খেলে ডাক খেয়েছেন এই ওপেনার।

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

তিনে নেমে আরও একবার ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের অনুপস্থিতিতে বড় দায়িত্ব ছিল শান্তর কাঁধে। তবে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। ৫ বল খেলে ৬ রান করেছেন তিনি। পাঁচে নেমে ডাক খেয়েছেন শাহদাত হোসেন দিপু। তরুণ এই ব্যাটারের সামনে সুযোগ ছিল দলের বিপদে নিজেকে প্রমাণ করার। মিন্তু পারলেন না। উল্টো দলের বিপদ বাড়িয়েছেন।

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটার ফেরার পর অভিজ্ঞ লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এই উইকেটকিপার ব্যাটার উইকেটে এসে রীতিমতো আত্মহত্যা করলেন! নিজের খেলা প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে টপ এডজে বল সোজা উপরে উঠে যায়। অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়েছেন লিটন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675