• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইউপি সচিবের মাথা ফাটালেন চেয়ারম্যান

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ১২:৪৫

ইউপি সচিবের মাথা ফাটালেন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সচিব দবিরুল ইসলামের (৩৮) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) দুপুরে ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের জমাকৃত টাকার চেক চাইলে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। বর্তমানে ইউপি সচিব রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার

এ বিষয়ে ইউপি সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চান। আমি সরকারি নিয়মের মধ্যে অ্যাকাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চাচা নিহত ভাতিজা আহত

এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেম্বারদের বেতন দেওয়ার জন্য তার কাছে চেক চাই কিন্তু তিনি চেক না দিয়ে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। যার কারণে তাকে ধরতে গিয়ে মাথার মধ্যে ফোনটি লেগে যায়। তাছাড়া তার সঙ্গে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  বদলগাছীতে জাতীয় ভোটার দিবস পালিত

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমি বিষয়টি শুনেছি। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675